চাঁপাইনবাবগঞ্জে চার মোটরসাইকেল চোর গ্রেফতার

চুরি করা মোটরসাইকেলসহ গ্রেফতার চার চোরচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১২ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার শান্তিমোড় এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা সব ধরনের মোটরসাইকেলের লক খোলার ‘মাস্টার কি’ হেলমেট, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।   
শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ প্রেস ব্রিফিংয়ে জানান,‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। গতকাল রাতে গোপন তথ্য পেয়ে শিবগঞ্জ শান্তিমোড় এলাকায় চক্রের মূলহোতা সমুন রেজাসহ অন্যদের ধরতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। এ সময় সেখান থেকে চারজনকে গ্রেফতার করে র‌্যাব।’
গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জের কালুপর বেইলি ব্রিজ এলাকার টিপু সুলতানের ছেলে সুমন রেজা (৩৩), বারিকবাজার এলাকার হুমায়ন কবিরের ছেলে ইলিয়াস (২৫), চাঁদপুর মধ্যপাড়া এলাকার আহসান (৩০) ও সাহেবনগর শান্তির মোড় এলাকার শ্রী রঞ্জিতের ছেলে শ্রী সজিব।  
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সংঘবদ্ধ চক্রের এই সদস্যরা দুই শতাধিকের বেশি মোটরসাইকেল চুরি করেছে এবং এই চক্রের মূলহোতা সমুন এর আগে তিনবার গ্রেফতার হয়েছে। জামিনে ছাড়া পেয়ে সে আবারও মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িয়ে পড়ে।
র‌্যাব আরও জানায়, চুরির পর এসব মোটরসাইকেল তারা গ্যারেজে নিয়ে পার্টস ও অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তন করে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে তা বিক্রি করতো। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।