গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ ফারিহা আক্তার ফারজানা (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ নিয়ে একই ঘটনায় দগ্ধ মা, দুই ছেলে ও মেয়েসহ চারজনই মারা গেলেন।

শনিবার (১৩ এপ্রিল) ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে ৭ এপ্রিল রাতে ছোট ছেলে সাফওয়ান আলী (১০) ও ৮ এপ্রিল সকালে মা ফাতেমা বেগম (৩০) ও ১১ এপ্রিল বিকালে বড় ছেলে সাইফ আলী বেগ রাফির (১৫) মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ৬ এপ্রিল রাত সাড়ে ৯টায় ফতুল্লার গিরিধারা এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ারের চার তলার ফ্ল্যাটে এলপি গ্যাসের চুলায় রান্না করার সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম, তার বড় ছেলে সাইফ আলী বেগ রাফি, মেয়ে ফারিহা আক্তার ফারজানা ও ছোট ছেলে সাফওয়ান আলী দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। দগ্ধদের মধ্যে সবাই মারা গেছেন।