পার্বত্য অঞ্চল বিছিন্ন কোনও রাষ্ট্র নয়: দীপংকর তালুকদার

সাংগ্রাই উৎসবসাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি  আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ‘পার্বত্য অঞ্চল বিছিন্ন কোনও রাষ্ট্র নয়। কিছু গোষ্ঠি এই অঞ্চলকে বিচ্ছিন্ন করার পায়তায় করছে। কিন্তু সরকার তাদের শক্ত হাতে দমন করবে।’

সোমবার (১৫ এপ্রিল) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে নারায়নগিরী উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজিত জলকেলি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংগ্রাই উৎসবে তরুণ-তরুণীরা একে-অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ, অবসাদ দুর করে নতুন বছরে নতুন জীবন গুরুর প্রত্যয় ব্যক্ত করেন।মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় এ সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলি বা পানি উৎসব বলা হয়।

দীপংকর তালুকদার বলেন, 'গত ১৮ মার্চ যারা নির্বাচনি কাজে নিয়োজিতদের ওপর কাপুরুষের মত হামলা করেছে তারাই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য সব সময় চেষ্টা করে। আমি ধন্যবাদ দিতে চাই আইনশৃঙ্খলা বাহিনীকে, তারা ঠাণ্ডা মাথায় বিষয়টি দেখছেন। যারা অপরাধী না তাদের ভয়ের কোনও কারণ নেই।'

জলকেলি অনুষ্ঠানে রাঙামাটি মাসস’র সভাপতি অংসুপ্রু চৌধুরী সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মাহমুদ, রাঙামাটির জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।