ব্রাহ্মণবাড়িয়ায় তক্ষক পাচারের সময় গ্রেফতার ১

১১১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি তক্ষক পাচার করার সময় আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সদরের কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়। নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক আঙ্গুর মিয়ার উপজেলার ধনকুড়া গ্রামের ঝারু মিয়ার ছেলে।

৫৬৭

এই বিষয়ে নাসিরনগর থানার সহকারী উপ-পরিদর্শক রিপন চক্রবর্তী বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ৩৫/৪১ ধারায় মামলা দায়ের করেন। পরে আঙ্গুর মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভারতের সীমান্ত এলাকা থেকে তক্ষকটি কিনে বেশি দামে বিক্রির জন্য ঢাকার নিয়ে যাওয়ার সময় আঙ্গুর মিয়া ধরা পড়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।