ঠাকুরগাঁওয়ে নদীর সীমানা নির্ধারণ কাজের উদ্বোধন

নদীর সীমানা নির্ধারণ কাজের উদ্বোধনঠাকুরগাঁওয়ে শুখ নদীর সীমানা নির্ধারণ ও দখলদারদের তালিকা প্রণয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে এই কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে যে হারে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনও সরকারের আমলে হয়নি।’
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাস, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি নদী পুনঃখনন কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে শুখনদী খনন করা হবে ২৪ কিলোমিটার।