জামালপুরে হতদরিদ্রদের ২শ’ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় জব্দ

আটককৃত ট্রাকভর্তি দু’শ বস্তা চালজামালপুর জেলার মেলান্দহ উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ দু’শ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় জব্দ করেছে পুলিশ। এ সময় এই চাল বিক্রির দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে মেলান্দহ উপজেলার তেঘরিয়া ভাঙ্গুনিডাঙ্গা এলাকার জামালপুর-মাদারগঞ্জ রোড এলাকা থেকে এ চাল ও কালোবাজারিকে আটক করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ১০ নম্বর ঝাউগড়া ইউনিয়নের হতদরিদ্রদের বিতরণের জন্য চালগুলো বরাদ্দ ছিল। কিছু চাল কালোবাজারে বিক্রি হচ্ছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা এবং পুলিশ তৎপরতা চালায়। এ সময় কালোবাজারে চাল বিক্রির সঙ্গে জড়িত ঝাউগড়া গ্রামের ইমান আলীর ছেলে আপেল মাহমুদকে (৩৫) আটক এবং দু’শ বস্তা চাল জব্দ করে পুলিশের হেফাজতে আনা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল আছে।