কুমিল্লায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ‘চোরাকারবারি’ নিহত

কুমিল্লাকুমিল্লায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক নামে এক ব্যক্তি হয়েছেন। বিজিবির দাবি, নিহত মালেক একজন চোরাকারবারি। মঙ্গলবার (২২ এপ্রিল) জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মালেক চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

১০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার ভোরে জালুয়াপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালায় বিজিবি। এসময় মাদক চোরাকারবারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে চোরাকারবারিরা পিছু হটলে এক মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২৯ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।