টেকনাফে রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, গুলিবিদ্ধ ১





টেকনাফকক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরে একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে অছি উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১২টার টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে। টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


গুলিবিদ্ধ অছি উল্লাহ টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি বক্লের ১১ নম্বর রুমের মোহাম্মদ লালুর ছেলে। ২০১৭ সালে ২৫ আগস্ট মিয়ানমার সেনাদের অভিযানে মুখে পরে বাংলাদেশে পালিয়ে এসে সেখানে আশ্রয় নেয়। 

টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোস্তফা কামাল জানান, গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে এসে আব্দুল বাসেদকে (১৪)  অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই অছি উল্লাহ বাধা দিলে সন্ত্রাসীরা গুলি করে বাসেদকে অপহরণ করে নিয়ে পাহাড়ে ঢুকে পরে। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে গুলিবিদ্ধ অছি উল্লাহকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগের চিকিৎসক তাকে কক্সবাজার পাঁঠায়। এদিকে আইনশৃঙ্খলাবাহিনীর খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে। 


টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম বলেন, আলীখালী রোহিঙ্গা শিবিরে অস্ত্রধারী গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে।