মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস, ৮০ হাজার টাকা জরিমানা

জরিমানাপ্রাপ্ত আফিজ উদ্দিন ও ম্যানেজার সালাউদ্দিন বাপ্পীচাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৪শ’ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ খেজুর গুদামজাত করার দায়ে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জেলা শহরের পুরাতন বাজার এলাকায় মেসার্স সুমাইয়া স্টোরের একটি গোডাউনে এই অভিযান চালায় পুলিশ। 

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমাইয়া স্টোরের মালিক আফিজ উদ্দিন ও ম্যানেজার সালাউদ্দিন বাপ্পীকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

দুপুরে উপজেলা কার্যালয়ের পেছনে একটি ফাঁকা মাঠে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ খেজুরগুলো মাটির নিচে চাপা দেওয়া হয়।