চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ডচাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় এক পুলিশ সদস্যকে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী এই আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী আজমতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে উজির আলী। সর্বশেষ উজির আলী ঢাকায় পিবিআই হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তালপুকুর আশ্রয়ন গ্রামের মৃত শাহিন আলীর মেয়ে শাহনাজ খাতুনের সঙ্গে ২০১২ সালের ১২ জুন  বিয়ে হয় উজির আলীর। বিয়ের পর থেকে স্ত্রী শাহনাজকে কারণে-অকারণেই যৌতুক দাবি করে মারধর করতো উজির। পরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক ও  মারধরের মামলা দায়ের করলে ২০১৮ সালের ২৫ জানুয়ারি পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন আদালত। মামলার তদন্ত শেষে উজিরকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই রনি সাহা।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, আদালতে সাক্ষ্য প্রদান ও যুক্ততর্ক শেষে বিচারক আজ এই রায় প্রদান করেন।