আশুগঞ্জে পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ লাখ টাকার মাছ নিধন





ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক এবং তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সামা।  বুধবার (৮ মে) রাতে আবু সামার ৩টি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পরে বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে তিনটি পুকুরে মাছ মরে ভেসে উঠে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

চেয়ারম্যান আবু সামার ছেলে মো. সাচ্চু মিয়া বলেন, ‘বিষ দেওয়া পুকুরসহ আমরা দীর্ঘ ১৫ বছর ধরে গ্রামের ৩৪টি পুকুরে মাছ চাষ করে আসছি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তালশহর গ্রামের আমাদের ৩টি পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেন। খবর পেয়ে আমি পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরের সকল মাছ মরে ভেসে উঠেছে।’








তিনি আরও বলেন, ‘এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ বিচার দাবি করি।’

আবু সামা বলেন, ‘গত উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে আমার পরিবারের উপর নানা ভাবে হয়রানি করা হচ্ছে। আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল বিষ দিয়ে আমার তিনটি পুকুরের মাছ নিধন করেছে। ’

আশুগঞ্জ থানার ওসি মাসুদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’