তিউনিসিয়ায় নৌকাডুবি, হবিগঞ্জের দুই শিক্ষার্থী নিখোঁজ

নৌকাডুবিতে নিখোঁজ দুইজন

আফ্রিকার তিউনিসিয়া উপকূলে ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তারা হলেন হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের হাজী আলাউদ্দিনের পুত্র আব্দুল কাইয়ুম (২২) ও আব্দুল জলিলের পুত্র আব্দুল মোক্তাদির (২২)।

নৌকাডুবির পর জেলেদের তৎপরতায় উদ্ধার পেয়ে মামুন নামের তাদের এক সহপাঠী সেখান থেকে বাড়িতে ফোন করে এই তথ্য জানিয়েছেন।

রবিবার (১২ মে) হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাছ বলেন, ‘আমাদের গ্রামের মামুন মিয়াও ডুবে যাওয়া নৌকার মধ্যে ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তিনিই ফোন করে এই তথ্য জানিয়েছেন। দুই শিক্ষার্থীর বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’  

নিখোজ আব্দুল কাইয়ুমের বাবা হাজী আলাউদ্দিন জানান, গত বুধবার তার ছেলে বাড়িতে ফোন করে ইতালি যাওয়ার বিষয়টি জানায়। এরপর তার সহপাঠী মামুন ফোন করে নৌকাডুবির ঘটনায় কাইয়ুমের নিখোঁজের তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, তিউনিসিয়ায় নৌকাডুবির ঘটনায় লোকড়া গ্রামের দুই যুবক নিখোঁজের বিষয়টি জানা গেছে। সোমবার (১৩ মে) পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেবে।

উল্লেখ্য, ৯ মে রাতে দালালদের মাধ্যমে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য আব্দুল কাইয়ুম ও আব্দুল মোক্তাদির নৌকায় ওঠেন। তাদের সঙ্গে ছিলেন একই গ্রামের মামুন মিয়া (২২) এবং নূরুল আমীন (২৮) সহ দেশের বিভিন্ন স্থানের অনেক ব্যক্তি। গভীর রাতে লিবিয়া উপকূল থেকে ৭৫ জনকে নিয়ে একটি বড় নৌকা ইতালি পাড়ি জমায়। নৌকাটি ভূমধ্য সাগরের তিউনিসিয়া উপকূলে ডুবে ৩৭ জন মারা যায়। অনেকেই নিখোঁজ হন। এদের মধ্যে অধিকাংশই সিলেট বিভাগের বাসিন্দা।