ধানবোঝাই নসিমন উল্টে তিন শ্রমিক নিহত, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় মঙ্গলবার (১৪ মে) রাতে ধানবোঝাই একটি নসিমন উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও আট জন। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২) এবং মৃত মোন্তাজ আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (৬২)।
আহতরা হলেন, মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম। তাদের প্রত্যেকের বাড়ি শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ধান কাটা শ্রমিক।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, ধান কেটে একটি নসিমনে (স্থানীয় তিন চাকার যানবাহন) করে ১০ থেকে ১২ জন শ্রমিক শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে নসিমনটি গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যদের সেখান থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুই জনকে মৃত ঘোষণা করেন।