রাউধার মৃত্যু

পিবিআই এর কাছে তিন প্রতিবেদন চেয়ে পুলিশ সদর দফতরের চিঠি

রাউধা আথিফ (ফাইল ছবি)

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী ও মালদ্বীপের নাগরিক রাউধা আথিফের মৃত্যুর ঘটনার তিনটি তদন্ত প্রতিবেদন চেয়েছে পুলিশ সদর দফতর।  ভিসেরা, ময়নাতদন্ত ও সুরুতহাল প্রতিবেদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে মামলার তদন্ত সংস্থা পিবিআই এর রাজশাহী কার্যালয়ে।

শুক্রবার (১৭ মে) পিবিআই রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাউধার আত্মহত্যার ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন চেয়েছে পুলিশ সদর দফতর। তবে সেগুলো পাঠানোর জন্য সময় বেঁধে দেয়নি।

তিনি আরও জানান, রাউধা আত্মহত্যা করেছিল বলে পিবিআই তদন্তে জানা গেছে। আমরা ইতোমধ্যে রাউধার আত্মহত্যার তদন্ত কাজ শেষ করেছি এবং আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি। অন্যান্য সংস্থার তদন্ত শেষে পঞ্চমবারের মতো এই বিষয়ে তদন্ত কাজ চালাচ্ছিল পিবিআই।

উল্লেখ, মালদ্বীপের নাগরিক রাউধা আথিফ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ২০১৭ সালের ২৯ মার্চ ছাত্রী হোস্টেলে নিজের কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর ঘটনা শাহ মখদুম থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সিআইডি তদন্ত করে। এছাড়াও মালদ্বীপের পুলিশের দুজন কর্মকর্তা এসে বিষয়টি তদন্ত করেছেন। তবে রাউধার বাবা মোহাম্মদ আতিফ পুলিশের আত্মহতার প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছিলেন। ২০১৭ সালের ডিসেম্বরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহীর আদালত ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।