সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে সংবাদপত্র: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসংবাদপত্র সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমরা যে সমাজ ও রাষ্ট্র চাই তা গঠনে সবার অংশগ্রহণ জরুরি। স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে সংবাদপত্র।’

শনিবার (১৭ মে) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ শিরোনামে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।  

কর্মশালায় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘অবকাঠামো উন্নয়ন ও জিডিপি এগিয়ে গেলে দেশ উন্নত হয়।  কিন্তু একটি জাতির উন্নতির জন্য সমাজের, নাগরিকদের ইতিবাচক পরিবর্তন জরুরি। আর এই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে গণমাধ্যম ও সাংবাদিকরা।’

কর্মশালা উদ্বোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রেস কাউন্সিল সদস্য মনজরুল আহসান বুলবুল।

মমতাজ উদ্দিন আহমেদ  বলেন, ‘সাংবাদিক কারা হবেন তা ঠিক করতে হবে। এটি ঠিক না করলে পেশার মর্যদা ধরে রাখা যাবে না। সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।’