হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনাহবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় সরকারি জায়গায় গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (১১ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেল বাংলা ট্রিবিউনকে জানান, একশ্রেণির আসাধু ব্যক্তি দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গার ড্রেন, খাল ও পুরাতন খোয়াই নদীর ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিল। এতে সামান্য বৃষ্টি হলেই শহরজুড়ে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। তাই জলাবদ্ধতা নিরসন এবং সরকারি জায়গা দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।

এ অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার একদল পুলিশ সদস্য।