মঠবাড়িয়ায় নির্বাচনি সহিংসতায় আহত ৬

পিরোজপুরপিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দুই গ্রুপের সমর্থকদের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের পর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নৌকা প্রতীকের সমর্থক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ (৪০) ও যুবলীগ কর্মী বেল্লাল হোসেনকে (৩৬) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থক সোহেল (২২), সালাম মোল্লা (৩৬), কবির মেম্বার (৪৫) ও বেল্লাল (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ উপজেলা সদরে নির্বাচনি সভার আয়োজন করেন। এ সভায় যোগ দিতে আসার পথে উপজেলার দাউদখালী ও মিরুখালী ইউনিয়নের সমর্থকদের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকরা মঠবাড়িয়া-মিরুখালী সড়কের বড়হারজী শরীফ বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।