নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে: পানিসম্পদ উপমন্ত্রী

চাঁদপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমএবছর সারাদেশে নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি বলেন, ‘চাঁদপুরসহ সারাদেশে যেখানে নদী ভাঙনকবলিত এলাকা সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আপনারা শুনলে খুশি হবেন এ বছরকে সামনে রেখে আমরা আগেই আগাম ব্যবস্থা নিয়েছি। যে কোনও ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের কর্মকর্তার সংখ্যাও বাড়িয়ে দিয়েছি।’

শনিবার (১৫ জুন) দুপুরে মতলব উত্তরে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী জানান, বর্ষা ও বন্যাকে সামনে রেখে সারাদেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ২২টি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা সেচপ্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ প্রায় ৫শ কোটি টাকা ডিপিপি কাজ প্রকল্পও পরিদর্শন করেন উপমন্ত্রী। এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।