গরু চোর সন্দেহে কৃষককে পিটিয়ে হত্যা, ইউপি সদস্যসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে বদরুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী মাবিয়া খাতুন সারিয়াকান্দি থানায় এই মামলা দায়ের করেছেন।

মামলায় নারচি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন তেনজুকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন।

শনিবার (১৫ জুন) সারিয়াকান্দি থানার এসআই মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা গেছে, ১২ জুন বুধবার গভীর রাতে সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের শেখাহাতি গ্রামে গরু চোর সন্দেহে বদরুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। ইউপি সদস্য তেনজু ঘটনাস্থলে গেলেও তিনি তাকে বাঁচানোর চেষ্টা করেননি। গণপিটুনির পর দুই ঘণ্টা স্কুল ঘরে ফেলে রাখলে বিনা চিকিৎসায় তিনি মারা যান। পরে পুলিশকে খবর দিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের স্ত্রী মাবিয়া খাতুন জানান, গত ইউপি নির্বাচনে তেনজু মেম্বারের সঙ্গে তার স্বামী বদরুল প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নিয়ে তেনজুর সঙ্গে বদরুলের বিরোধ সৃষ্টি হয়। ওই নির্বাচনি বিরোধের জের ধরেই তেনজু মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে তাকে গরু চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করে।