চুয়াডাঙ্গায় ২ বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন একজন মা তার দুই বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ জুন) সকালে নিজ ঘরের ভেতরে  শিশুটিকে হত্যা করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার সনাতনপুরে গ্রাম্য ডাক্তার মামুন অর রশিদের স্ত্রী শামীমা খাতুন (৩৫) মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। তাদের তিনটি সন্তান রয়েছে। ছোট সন্তানের নাম স্নেহা। বয়স দুই বছর। সোমবার সকালে শামীমা খাতুন তার ঘুমন্ত শিশুকন্যা স্নেহাকে দোতলায় সিঁড়িঘরের পাশে রান্নাঘরে নিয়ে যান। সেখানে বঁটি দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করা হয়।

শামীমার স্বামী মামুন অর রশিদ জানান, শামীমা একজন মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে এরকম চেষ্টা করেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিশু স্নেহার মা শামীমাকে গ্রেফতার করা হয়েছে।’