চলন্ত ট্রেনকে ধাক্কা দিলো নিয়ন্ত্রণ হারানো ট্রাক

চলন্ত ট্রেনকে বিপজ্জনকভাবে ধাক্কা দেয় ট্রাকটিনরসিংদীর রায়পুরায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলো চলন্ত ট্রেনকে। তবে এতে কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টায় রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঙ্গালীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর রায়পুরা থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রেন লাইনের পাশের রায়পুরা-নরসিংদী সড়কের বাঙ্গালীনগর এলাকায় আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ঘোরানো হচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেললাইনে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী চলন্ত এগারসিন্ধুর ট্রেনকে ধাক্কা দেয়। বিকট শব্দ হলে টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। এ দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে দেড় ঘণ্টা পর বিকাল ৫টায় এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার পর অন্যান্য ট্রেন আরেকটি লাইনে চলাচল করায় ঢাকা-চট্টগ্রাম-সিলেট-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।