চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোলা ছাত্রলীগ সভাপতি জেল হাজতে

ইব্রাহিম চৌধুরী পাপনএকটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতারের পর বুধবার (১৯ জুন) ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভোলা থানা পুলিশ মঙ্গলবার গভীর রাতে পাপনকে ভোলা সরকারি কলেজের সামনে তার বাসভবন থেকে গ্রেফতার করে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর থানায় খবর নিলে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তা বলতে টালবাহানা করে ভোলা থানা পুলিশ। পরে বুধবার বিকালে ভোলা মডেল থানার ওসি সগির মিয়া জানান, বুধবার ছোটন নামের একজন জেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি আরও জানান, পাপনের বিরুদ্ধে আগে আরও তিনটি মামলা আছে। তবে আগের মামলাগুলোয় ওয়ারেন্ট আছে কি না সেই প্রশ্নে ওসি কোনও উত্তর দেননি।

পাপনের মা নুরুন্নাহার দাবি করেন, পাপন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের কোনও দায়িত্বশীল নেতা কোনও মন্তব্য করতে রাজি হননি।