সোনারগাঁয়ে ৫ ডাকাত গ্রেফতার

২১

আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানার পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেফতার ব্যক্তিরা হলো- মো. আবু সাঈদ ভূঁইয়া (২৮), মো. জাকির হোসেন (৩২), মো. ইদ্রিস (৩৫), জুয়েল (২২) ও স্বর্ণকার মঙ্গল দাস (৩৫)।

ওসি মনিরুজ্জামান বলেন, ১৫ জুন সোনারগাঁ সম্ভুপুরা ইউনিয়নে ভিটিকান্দি গ্রামের মঞ্জুর হোসেন ও নায়েব আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা-পয়সা, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতাসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাইনিজ চাপাতি, তালা কাটতে ব্যবহৃত কাটার, তিনটি দরজা ভাঙার কাউয়াল, পাঁচটি ফলা, একটি মোবাইল সেট, স্বর্ণ বিক্রয়ের নগদ ১৬ হাজার পাঁচশ’ টাকা ও চার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১০-১২টি ডাকাতি মামলা রয়েছে।