আদালতে হাজিরা দিতে এসে কারাগারে মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি

ফয়সাল মৃধাহত্যার উদ্দেশ্যে মারধরের মামলায় জামিনে থাকা মুন্সীগঞ্জ ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে আদালতে হাজিরা দিতে আসলে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জুলফিকার হায়াৎ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক হেদায়েত ইসলাম ভূঁইয়া।

পুলিশ পরিদর্শক জানান, মারামারির একটি মামলায় ফয়সাল মৃধা অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। দুপুরে ওই মামলায় হাজিরা দিতে আদালতে আসেন ফয়সাল মৃধা। এ সময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বছরের মে মাসে বাদী কবির হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান কনক জানান, দীর্ঘ শুনানি ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করে আদালত সার্বিক বিবেচনায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

বিবাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ফয়সালেন মাস্টার্স পরীক্ষা রয়েছে। আদালত জানিয়েছেন আবেদন করলে জেলখানায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন।