যশোরে মাদকদ্রব্যসহ আটক ২




আটক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা ব্যাটালিয়ন-২১ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩২৯ বোতল ফেনসিডিল, এক বোতল ভারতীয় মদ, ১০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে।

শনিবার (২০ জুলাই) রাতে যশোরের শার্শা ও বেনাপোলের বিভিন্ন স্থান থেকে তাদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) পরিচালক ইমরান উল্লাহ সরকার।

রবিবার (২১ জুলাই) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই রাতে বিজিবির টহল দল বেনাপোল থানার দৌলতপুর গ্রামের কামারবাড়ি মাঠ থেকে তৌহিদুল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল এবং এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই রাতে রুদ্রপুর বিওপি’র টহল দল শার্শা উপজেলার রুদ্রপুর এলাকা থেকে আটক করে রাশেদুল ইসলাম (২৪) নামে এক তরুণকে। তার কাছ থেকে উদ্ধার হয় ১০ পিস ইয়াবা। এছাড়া, বালুরমাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল ও বারপোতা এলাকা থেকে উদ্ধার হয় ১৯৭ বোতল ফেনসিডিল।

জব্দ করা মাদকদ্রব্যসহ আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।