গফরগাঁওয়ে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দীঘা গ্রামে নিলুফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। দুই সন্তানের জননী নিলুফা আক্তার দীঘা গ্রামের ইব্রাহিম কাজলের স্ত্রী।

গুরুতর আহত নিলুফাকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান।

ওসি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিলুফা আক্তার বাড়ির পাশে জঙ্গলের কাছে বাথরুমে যান। বাথরুম সেরে বের হওয়ার পর পেছন থেকে অজ্ঞাত পরিচয় এক নারী তাকে ঝাপটে ধরে এবং গলা কেটে হত্যার চেষ্টা করে। নিলুফার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ওই নারী পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতপালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে দাবি করে ওসি আরও জানান, কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তা তদন্ত পূর্বক খতিয়ে দেখা হচ্ছে।

নিলুফার কন্যা প্রিমা আক্তার জানান, মার চিৎকারে কাছে গিয়ে দেখি তারা সারাশরীর রক্তাক্ত। মা বলেছেন, এক নারী তার গলা কেটে হত্যার চেষ্টা করেছে।