চট্টগ্রামের ফিশারিঘাটে অভিযান: তিন মণ নিষিদ্ধ মাছ ধ্বংস

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন মণ নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর ও জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ জুলাই) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ধ্বংস করা হয় চাষ নিষিদ্ধ আফ্রিকান মাগুর

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ফিশারি ঘাটে নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর বিক্রি করা হয় এমন অভিযোগ পেয়ে সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালার দুটি ধারা লঙ্ঘনের দায়ে দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।