সেন্টমার্টিনে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিনে ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

বঙ্গোপসাগরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপপুঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ৩৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড এ অভিযান চালায়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে সিদ্দিক জানান, রবিবার (২১ জুলাই) সকালে টেকনাফ কোস্ট গার্ডের একটি বিশেষ টিম গোপনে সংবাদ পায় যে ইয়াবা বহনকারী একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা সেন্টমার্টিনের দক্ষিণ পাশের সাগরে এসেছে। এ খবরে কোস্টগার্ড সদস্যরা সেখানে গিয়ে নৌকাটিকে ধাওয়া দিলেও এটিকে েআটক করতে পারেনি। তবে নৌকা থেকে একটি বস্তা পানিতে পড়ে গেলে তা থেকে ৩৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।