সেন্টমার্টিনে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

1

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২১ জুলাই) সকালে একটি মাছ ধরার নৌকা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. হায়াত ইবনে সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের সিজি স্টেশন টেকনাফ কোস্ট গার্ডের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে নৌকাকে থামার সংকেত দিলে তা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা মিয়ানমারের জলসীমান্তের দিকে পালিয়ে যায়। এসময় একটি বস্তা পানিতে পড়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সাগর থেকে বস্তাটি উদ্ধার করে ৩৫ হাজার পিস ইয়াবা বড়ি পায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।