বন্যায় কোনও মানুষকে কষ্ট করতে দেবো না: ত্রাণ প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, ‘বন্যা একদিন থাকুক আর ১০ দিন থাকুক দেশের মানুষকে কোনও প্রকার কষ্ট করতে দেবো না। বন্যার্তদের আমরা শুকনো খাবার ও চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনে এবারের বন্যায় অনেক মানুষ মারা গেলেও বাংলাদেশে এ পর্যন্ত একজনও মারা যায়নি।’

সোমবার (২২ জুলাই) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। আগামী ডিসেম্বরের মধ্যে যমুনায় স্থায়ী বেড়িবাঁধের টেন্ডার ও নির্মাণকাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কোনও প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যাতে কোনও ক্ষতি না হয় সেই লক্ষ্যে দেশের উন্নয়ন করা হবে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তারই নির্দেশনায় আমরা দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।’টাঙ্গাইলে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান

তিনি আরও বলেন, ‘খুন, গুম ও পেট্রোল বোমা মেরে গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষ মেরে যারা ক্ষমতায় আসে তারা শুধু নিজেদের নামে ব্যাংক ব্যালেন্স করে উন্নয়ন করে। বিভিন্ন ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকে। দেশের মানুষকে নিয়ে তারা কখনও চিন্তা করে না। ওই সব অপশক্তির উসকানিতে প্রিয়া সাহা বাংলাদেশের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বদনাম করেছে।’ 

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী প্রমুখ। এসময় চারশ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।