দিনাজপুরে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

বজ্রাঘাতদিনাজপুরের চিরিরবন্দর ও বিরলে বজ্রাঘাতে এক কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে মারা গেছে দুটি গরুও।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টি আসলে মাঠে গরু আনতে যান চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মহাদানীপুর গ্রামের রনজিৎ কুমার রায়ের স্ত্রী হিরোবালা (৩০)। এ সময় বজ্রাঘাটে তিনি মারা যান। মারা যায় দুটি গরুও। চিরিরবন্দর থানার পরিদর্শক (ওসি) হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বিরল উপজেলার মাধববাটী এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে আমন ধানের চারার বীজতলা তোলার সময় বজ্রাঘাতে মোজাহার আলী (৩৫) নামে এক কৃষক মারা যান। তিনি বিরল উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদের মাধববাটী গ্রামের মজিদ আলীর ছেলে। বিরল থানার পরিদর্শক (ওসি) এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় জিডি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে চার জনের মৃত্যু, আহত ১০