ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে সুজন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৬ জুলাই) ভোররাতে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখনবাড়ীর সামনে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে পুলিশি পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণপিটুনির শিকার সুজন সদরের মান্দারী ইউনিয়নের পশ্চিম জামিরতলী এলাকার আব্দুল হাফিজের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতে সাত জনের একটি ডাকাত দল দত্তপাড়া এলাকার হিন্দু বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাদের  ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় জনতা।

হাসপাতালে চিকিৎসাধীন সুজন জানান, দত্তপাড়া এলাকার নিকু রাতে তাকে খবর দিয়ে নিয়ে যায়। এসময় নোয়াখালীর মাইজদী এলাকার আরও পাঁচজন তাদের সঙ্গে ছিল। ডাকাতির অভিযোগ অস্বীকার করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সে ডাকাত না চোর তা এখনও জানা যায়নি।