জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নেমে ৬ জনের মৃত্যু

 লাশ

জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ কুমার রায় এ কথা জানান।

মৃত ব্যক্তিরা হলেন, জাফরপুর হিন্দুপাড়া গ্রামের বাড়িওয়ালা নিখিল চন্দ্র দাসের ছেলে প্রিতম চন্দ্র দাস (২০) ও তার চাচা মৃত গোবিন্দ চন্দ্রের ছেলে ভুট্টু চন্দ্র দাস (৪০), গণিপুর গ্রামের সামছুল আকন্দর ছেলে (রাজমিস্ত্রি) শাহিন হোসেন (৩৫), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর গ্রামের খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩৫), গণিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে (শ্রমিক) সজল হোসেন (১৫), একই গ্রামের শাফি আলমের ছেলে (শ্রমিক) শিহাব হোসেন (১৮)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কিরণ কুমার রায় জানান, উপজেলার জাফরপুর হিন্দুপাড়া গ্রামের নিখিল চন্দ্র দাস তার বাড়িতে একটি পাকা টয়লেট নির্মাণ করেন। কয়েক দিন আগে মিস্ত্রিরা ওই টয়লেটের সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করেন। বুধবার ওই ঢালাইয়ের কাঠ খুলতে ভেতরে নেমে তারা এ দুর্ঘটনার শিকার হন।

তিনি আরও জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।