নরসিংদীতে ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নরসিংদীতে জেলা প্রশাসকের নেতৃত্বে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু নির্মূলে একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় একযোগে জেলার সব সরকারি ও  বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল-কলেজ ও বসতবাড়িতে এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়।

নিজ কার্যালয়ের আশপাশ ও ১০০ শয্যার জেলা হাসপাতাল আনুষ্ঠানিক পরিদর্শন ও পরিচ্ছন্নকরণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় জেলার ছয় উপজেলায়ও একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে  জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসায় কোনও ধরনের অপ্রতুলতা নেই। সরকার বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তবে আশপাশের পরিবেশের বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এসময় নরসিংদীর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) সৈয়দ আমীরুল হক শামীম জানান, এপর্যন্ত নরসিংদী জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।