বঙ্গবন্ধুর স্বপ্ন-আদর্শ হত্যা করতে পারেনি ঘাতকরা: পরিকল্পনামন্ত্রী

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে ঘাতকরা হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শকে হত্যা করতে পারেনি তারা। বঙ্গবন্ধুর ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় একমিনিট নিরবতা পালন করা হয়।

এম এ মান্নান বলেন, ‘অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়। বিশেষ করে, নতুন প্রজন্মের যারা আছেন, তাদের প্রতি আহ্বান, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা এবং তার বক্তৃতামালা পড়ুন।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আপ্তাব উদ্দিন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।