অতিরিক্ত ভাড়ার আদায়ের অভিযোগে একজনের কারাদণ্ড, ২৫ পরিবহনকে জরিমানা

পাটুরিয়া-ঢাকা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত

ঈদ ফেরত যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়ার আদায়ের অভিযোগে একজনকে  কারাদণ্ড ও ২৫ পরিবহনকে ৪৪ হাজার টাকা অর্থ  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার  (১৬ আগস্ট)  মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা থেকে ঢাকাগামী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নীলাচল, সেলফি, শুভযাত্রা, লাক্সারিসহ ২৫টি পরিবহনকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড এবং একজন চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, নিরাপদ পরিবহনের চালক মো. মিরাজুলের (২৪)  ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কোনও কাগজপত্র ছিল না।এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।