দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আটক ১




পুলিশ ভ্যানে আটক সুলতান মোল্লা

রাজবাড়ীর দৌলতদিয়া একনম্বর ফেরিঘাটে ফেরিতে করে নদী পারাপারের জন্য টিকিট প্রতি পাঁচ টাকা বেশি আদায়ের অভিযোগ উঠেছে।  অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার (১৭ আগস্ট) সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সুলতান মোল্লা (২২) নামে একজনকে  আটক করেছে।

আটক সুলতান দৌলতদিয়া ছাত্তার মেম্বারের পাড়া এলাকার মাহিন মোল্লার ছেলে।

যাত্রীদের অভিযোগ— ২৫ টাকার টিকিট ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। রাজবাড়ী থেকে ঢাকার বনানীগামী যাত্রী নজরুল বলেন,‘দৌলতদিয়া একনম্বর ফেরিঘাটে এসে ফেরিতে ওঠার আগেই টিকিট কিনতে হয়েছে। ২৫ টাকার টিকিট ৩০ টাকা নিয়েছে ।’ কুষ্টিয়া থেকে  সাভারের নবী নগরে যাচ্ছেন সোহাগ। তিনি বলেন,‘ঈদের কথা বলে বেশি টাকা আদায় করা হচ্ছে।’ ঝিনাইদহ থেকে ঢাকার যাত্রাবাড়ীগামী যাত্রী শিল্পী আক্তার অভিযোগ করেন,‘হাজার হাজার মানুষ ফেরি পার হচ্ছেন।  জন প্রতি পাঁচ টাকা বেশি আদায় করে লাখ লাখ  টাকা কামিয়ে নিচ্ছে। এটা উচিত নয়।’
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান,বেশি দামে টিকিট বিক্রির দায়ে একজনকে আটক করা হয়েছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।