ঝিনাইদহের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশ রেলওয়েঝিনাইদহের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে। জেলার কোটচাঁদপুর ট্রেন স্টেশনের পাশেই খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আট ঘন্টা পর উদ্ধারকারী ট্রেনের সহায়তায় রেল যোগাযোগ চালু হয়। ফলে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কোটচাঁদপুরে রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ জানান, রাত ৯টার দিকে দর্শনা থেকে একটি লাইটার ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর প্রাথমিক উদ্ধার কাজ শুরু হয়। এরপর রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে মূল উদ্ধার কাজ শুরু করে। আট ঘণ্টা পর সোমবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

উল্লেখ্য, রবিবার রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনের কাছে পৌঁছালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে রাজশাহী, ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন- ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন