খুলনা বিভাগে নতুন করে ১৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু রোগী (ফাইল ছবি)





খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে আরও ১৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের নিয়ে এ বিভাগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭০৬-এ উন্নীত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১১৭ জন সরকারি হাসপাতালে এবং ১৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বিভাগে ৪৯১ জন ডেঙ্গু রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা স্বাস্থ্য অধিদফতরের (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন, রবিবার বেলা ১১টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিভাগে নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যশোরে ৪২ জন, খুলনায় ২০ জন, কুষ্টিয়ায় ১৭ জন, ঝিনাইদহে ৪ জন, নড়াইলে ৮ জন, মেহেরপুরে ২ জন, চুয়াডাঙ্গায় ২ জন, সাতক্ষীরায় ২১ জন, বাগেরহাটে ১২ জন ও মাগুরায় ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ১৯ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হন যশোরে ৬৮৫ জন, খুলনায় ৫৭৩ জন, কুষ্টিয়ায় ৪১৪ জন, সাতক্ষীরায় ২৩৯ জন, ঝিনাইদহে ১৮১ জন, নড়াইলে ১৭৮ জন, মাগুরায় ১৫৬ জন, মেহেরপুরে ৯৬ জন, বাগেরহাটে ১০২ জন, চুয়াডাঙ্গায় ৮২ জন। এর মধ্যে বর্তমানে খুলনায় ৭৯ জন, বাগেরহাটে ১৯ জন, সাতক্ষীরায় ৪৭ জন, যশোরে ১৯২ জন, ঝিনাইদহে ২৯ জন, মাগুরায় ২০ জন, নড়াইলে ২৫ জন, কুষ্টিয়ায় ৬০ জন, চুয়াডাঙ্গায় ৬ জন ও মেহেরপুরে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর ডেঙ্গুর চিকিৎসা নিতে গিয়ে বিভাগের হাসপাতালগুলোতে মারা গেছেন মোট সাত জন। এরমধ্যে খুলনায় মারা যান ৪ জন, নড়াইলে ১ জন ও মাগুরায় ২ জন।