চুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় দু’জনের যাবজ্জীবন

Captureচুয়াডাঙ্গায় সোনা চোরাচালান মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৯ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা গ্রামের মহিউদ্দিন খানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কালুরগা গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪০)। তবে রায় ঘোষণার সময় এ দুই আসামি পলাতক ছিলো।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৭ জুন সকালে ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট থেকে নুরুল ইসলাম ও মাসুদ রানাকে আটক করেন শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯টি সোনার বার ও ১০টি সোনার টুকরা জব্দ করা হয়।
এ ঘটনায় বেনোপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে তাদের আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা করেন।