এক রুইয়ের দাম ৪৮ হাজার টাকা

দৌলতদিয়ায় ধরা পড়া ২০ কেজি ওজনের রুইরাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের রুই মাছ। পরে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ভোর রাতে স্থানীয় জেলে গোপাল হলদারের জালে মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি ফেরিঘাটে আনা হলে একনজর দেখতে শত শত মানুষ ভিড় করে। পরে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চাদু মোল্লা। আরও বেশি দামে বিক্রির আশায় তিনি এটিকে ঢাকায় পাঠিয়ে দেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল বলেন, ‘দৌলতদিয়াসহ নদীর বিভিন্ন পয়েন্টে মাঝেমধ্যেই বড় আকৃতির বোয়াল, কাতল, রুই, আইড়, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ জালে ধরা পড়ছে। পদ্মায় এখন ভরা পানি। তীব্র স্রোতের কারণে বড় আকৃতির মাছ এখন নদীতে বিচরণ করছে। মাঝ নদীতে বড় মাছগুলো ধরা পড়ে। ২০ কেজি ওজনের রুই মাছটি ধরা পড়ার খবর পেয়েছি।’