তালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মিন্টু কারাগারে

মনিরুজ্জামান মিন্টুতালতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুর জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে অবৈধভাবে করাত কল স্থাপন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২ টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মনিরুজ্জামান মিন্টু। এ সময় বিচারক মোহাম্মদ আছাদুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মনিরুজ্জামান মিন্টু বরগুনার তালতলী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি। পাউবোর জমি দখল করে করাত কল স্থাপন করার অভিযোগে ২০১৮ সালে তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছিল। ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি বরগুনা দায়রা ও জেলা জজ আদালতে হাজির হয়ে মঙ্গলবার জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।