তারেক রহমান এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে: মেয়র নাছির

একুশ আগস্ট আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ইন্ধন ছিল বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘শুধু গ্রেনেড হামলা নয়, এই চক্রটি প্রিয় নেত্রীকে আরও ১৯ বার হত্যার পরিকল্পনা করে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। সেই তারেক রহমান এখনও লন্ডনে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

বুধবার (২১ আগস্ট) বিকালে জেলা পরিষদ মিলনায়তনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নগর আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘তখন ক্ষমতায় থাকা বিএনপি সরকার ন্যাক্কারজনক এই গ্রেনেড হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জজ মিয়া নাটক সাজিয়েছিল। তারা কোনও থানায় মামলা দায়ের করতে দেয়নি। সেসময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধান বিরোধী দলীয় নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করেননি। উল্টো মামলা নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিএনপির এই অনীহাই প্রমাণ করে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছিল।’

মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিফুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় নগর আওয়ামী লীগের সহসভাপতি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী, শহীদুল আনোয়ার, রোটারিয়ান মো ইলিয়াস, থানা আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছগির, মমিনুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো শাহাবুদ্দিন, শফিউল আলম, ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।