বাগেরহাটে এখন পর্যন্ত ১৪৬ ডেঙ্গু রোগী শনাক্ত

ডেঙ্গু-১বাগেরহাটে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় সরকারিভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৬ জন। তবে বেসরকারিভাবে এ সংখ্যা তিন শতাধিক বলে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে।

বাগেরহাট জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় বাগেরহাট সদর হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ১৪ জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালে সংসদ সদস্যের দেওয়া অটোমেটেড সেল কাউন্টার দিয়ে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা করা হচ্ছে।