শাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ৬ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। অনলাইনে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। এ ইউনিটে ৬১৩টি আসন, বি ইউনিটে ৯৯০টি ও ১০০টি সংরক্ষিত আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এবং ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য admission.sust.edu এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রসঙ্গত, আগামী ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং বিকাল আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষা বহু নির্বাচনি প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।