যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীর গুলিতে নিহত রিয়েলের গ্রামের বাড়িতে শোক

ফিরোজ-উল আমিন রিয়েলযুক্তরাষ্ট্রে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশের শিক্ষার্থী মো. ফিরোজ-উল আমিন রিয়েলের (২৯) গাজীপুরের বাড়িতে চলছে শোক। শোকাহত স্বজন ও সহপাঠীসহ প্রতিবেশীরা ভিড় করছেন নিহতের বাড়িতে। তারা রিয়েলের পরিবারের সদস্যদের স্বান্ত্বনা দেওয়া চেষ্টা করছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় রিয়েলের বাসায় গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
নিহতের ভগ্নিপতি তালিম হোসেন ও স্বজনরা জানান, ফিরোজ-উল আমিন রিয়েল ২০১৮ সালের জানুয়ারি মাসে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটির ওপর পিএইচডি করতে যান। তার বাড়ি গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায়। যুক্তরাষ্ট্রে গবেষণার পাশাপাশি তিনি ইস্ট ব্যাটন রুজে এক প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন মি. লাকিস ভ্যালারো গ্যাস স্টেশনে খণ্ডকালীন চাকরি করতেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে তিনটার দিকে এক বন্দুকধারী ওই গ্যাস স্টেশনে গিয়ে রিয়েলকে গুলি করে ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার বেলা ১১টায় গাজীপুরে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়েলের মা ও একমাত্র বোন কান্নায় ভেঙে পড়েন। ছেলের শোকে তার মা বারবার মূর্ছা যেতে থাকেন। স্বজনরা পরিবারের সদস্যদের স্বান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। রিয়েল নিহত হওয়ার খবর পেয়ে সহপাঠী, স্বজন ও এলাকাবাসী তার বাড়িতে ভিড় জমায়। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
নিহতের সহপাঠী ও স্বজনরা জানান, ছোটবেলা থেকেই রিয়েল ছিলেন অত্যন্ত মেধাবী। গাজীপুর জেলা শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার সেন্ট জোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন রিয়েল। পরে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যান।