কোম্পানীগঞ্জে শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

নোয়াখালী

পরীক্ষায় অনৈতিক সুবিধা না দেওয়ায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজের শিক্ষক তানভীর আহমেদের ওপর হামলার ঘটনায় পার্থ চৌধুরী (২২)নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি সে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপাদ্দিলামছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক পার্থ চৌধুরী (২২) একই এলাকার শ্রীবাস চৌধুরীর ছেলে।   

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সরকারি মুজিব কলেজে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ২০১৮ এর ইংরেজি পরীক্ষা চলছিল। এসময় ১০১ নম্বর কক্ষের পরীক্ষার হলে অনৈতিক সুবিধা না দেওয়ার জের ধরে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার সময় কবিরহাট পৌরসভা ছাত্রলীগের নেতা তানভীর আহম্মেদ তানজিল ও ফয়সাল আসাদ বিন আজাদের নেতৃত্বে উপজেলার সরকারি মুজিব কলেজের প্রভাষক তানভীর আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় শনিবার রাতে প্রভাষক তানভীর আহমেদ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।