যশোরে আরও ৮৩ ডেঙ্গু রোগী ভর্তি

ডেঙ্গু-১যশোরে আরও ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সব মিলিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৬৫ জন রোগী। রবিবার (১৫ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এ পর্যন্ত জেলায় মোট দুই হাজার ২২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুই হাজার একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬৫ জন। তাদের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ৯৫ জন, আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৩ জন ও বেসরকারি হাসপাতালে ৩৭ জন রয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আবদুর রহিম মোড়ল জানিয়েছেন, রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন গুরুতর রোগী বেশি আসছে। এ অবস্থায় ডেঙ্গু থেকে পরিত্রাণে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আর রোগীকে বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়াতে হবে।

এদিকে, ডেঙ্গুর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আরও জোরদার কর্মসূচি শুরু করেছে সিভিল সার্জন অফিস। শহরের রাস্তাঘাট, জনসমাগম হয় এমন স্থান ও পাড়া-মহল্লায় প্রচারণা চালাচ্ছেন স্বাস্থ্যবিভাগের কর্মীরা।