খুলনায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু

খুলনাডেঙ্গু জ্বর নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শৈলেন্দ্রনাথ জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে খবির উদ্দিন (৫০) নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। তিনি মনিরামপুর সদরের আব্দুল খালেকের ছেলে। রবিবার সন্ধ্যায় তাকে এখানে ভর্তি করা হয়েছিল।

এছাড়া রবিবার রাত ১০টায় মারা যায় যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের কামরুজ্জামানের আট মাসের ছেলে রাফিজ। তাকে রবিবার সন্ধ্যা ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরও জানান, রাফিজকে এর আগেও ডেঙ্গুর কারণে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাফিজ দ্বিতীয় দফায় ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রথমে খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রবিবার সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।