ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প মালিককে জরিমানা

মেসার্স তোফাজ্জেল হোসেন ফুয়েল স্টেশনঅনুমোদন ছাড়া তেল সংরক্ষণ, বিক্রি এবং ওজনে কম দেওয়ার অপরাধে যশোরের দু’টি পেট্রোল পাম্প মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের গাড়িখানা রোডে মেসার্স তোফাজ্জেল হোসেন এবং ধর্মতলায় সোনালী ফুয়েল স্টেশনে পৃথক অভিযান পরিচালিত হয়।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, মেসার্স তোফাজ্জেল হোসেন ফুয়েল স্টেশনে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আন্ডারগ্রাউন্ডে ফুয়েল সংরক্ষণ করে তা বাজারজাত করতে দেখা যায় অভিযানে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার আসাদুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে শহরের ধর্মতলা এলাকায় সোনালী ফুয়েল স্টেশনে অভিযান চালিয়ে অকটেন ওজনে কম দেওয়া দেখতে পান আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহফুজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
তিনি জানান, এর আগেও ওজনে কম দেওয়ার অপরাধে তোফাজ্জেল হোসেন ফুয়েল পাম্প সিলগালা করা হয়েছিল।